২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৮

বাঘারপাড়ায় হাঙ্গার প্রজেক্টের সামাজিক সম্প্রীতি কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মতবিনিময়

” সাঈদ ইবনে হানিফ ঃ — যশোরের বাঘারপাড়ায় হাঙ্গার প্রজেক্টের সামাজিক সম্প্রীতি কমিটি (পিএফজি) র নেতৃবৃন্দের উপজেলা নির্বাহী অফিসার (উইএনও) মোছাম্মত হোসনেয়ারা তান্নীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা এপ্রিল সোমবার সকালে বাঘারপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্য্যলয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে হাঙ্গার প্রজেক্টের (পিএফজি, র) নেতৃবৃন্দ সহ এমআইপিএস প্রকল্পের সার্বিক ব্যবস্থাপক ইয়থ এন্ড জেন্ডার ইমপাওয়ারমেন্ট এক্সপার্ট অনিন্দিতা বিশ্বাস, এবং ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান উপস্থিত ছিলেন । মতবিনিময় সভায় সামাজিক সম্প্রীতি কমিটি এবং পিএফজি কমিটি একসাথে সহিংসতা নিরসন ও শান্তি স্থাপনে করনিয় বিষয়ে পদক্ষেপের জন্য ইউএনও মহোদয় কে ( দি হাঙ্গার প্রজেক্টের) এমআইপিএস প্রকল্পের কাজের লক্ষ্য ও উদ্দেশ্য এবং চলমান কার্যক্রম সম্পর্কে আবহিত করেন। সমাজে শান্তি প্রতিষ্ঠায় হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার উইএনও মহোদয় ভবিষ্যত কার্যক্রম বাস্তবায়নে দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।

Facebook
Twitter
LinkedIn