২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৬

বাঘারপাড়ার ওয়াদীপুর আলিম মাদ্রাসার বেতন অনুমোদন হওয়ায় দোয়া অনুষ্ঠানের আয়োজন


সাঈদ ইবনে হানিফ ঃ বাঘারপাড়া (যশোর) ঃ

যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার ২০ বছর পর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার অনুমোদন দিয়েছে মন্ত্রনালয়। এই উপলক্ষে ২৩ জানুয়ারি সকাল ১০ টার দিকে মাদ্রাসা প্রঙ্গনে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, ইউপি সদস্য শেখ মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে উক্ত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, অধ্যাক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস, মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ফেরদৌস হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক রোস্তম আলি, দাতা সভাপতি আঃ গনি মোল্লা, সাবেক সদস্য ওমর আলি, সাবেক সদস্য সোহরাব হোসেন, সাবেক সদস্য জাকির হোসেন, অভিভাবক সদস্য আমের আলী বিশ্বাস, প্রভাষক মিজানুর রহমান, মাষ্টার হাসান আলী, মাষ্টার লিয়াকত আলী, মাষ্টার হযরত আলি,অবঃ প্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমান, সহ মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবক সদস্য গন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক নুরনবী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য শেখ ছাদেকুর রহমান, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি অত্র প্রতিষ্ঠানে শিক্ষার মানউন্নায়নে শিক্ষক কর্মচারীদের সজাগ দৃষ্টি রাখার আহবান করেন।

Facebook
Twitter
LinkedIn