সাঈদ ইবনে হানিফ] বাঘারপাড়া(যশোর) থেকেঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার ২ নং বন্দবিলা ইউনিয়ন পরিষদের ২০২৪–২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার পরিষদের দরবার হলে চেয়ারম্যান ছবদুল হোসেন খানের সভাপতিত্বে, এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ মো.কোহিনুর আলম। এছাড়া উপস্হিত ছিলেন, পরিষদের ইউপি সদস্য গন, গ্রাম পুলিশসহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ । বাজেট ঘোষণা করেন, অত্র পরিষদের সচিব মো. ওবায়দুর রহমান। এবছর বাজেটে আয় দেখানো হয়েছে দুই কোটি এক লাখ নয়শত ষাট টাকা (২, ০১, ০০ ৯৬০)এবং ব্যয় দেখানো হয়েছে দুই কোটি পাচশত ষাট টাকা (২,০০, ০০, ৫৬০)। উদ্বৃত্ত দেখানো হয়েছে এক লাখ চারশত টাকা (১, ০০, ৪০০)। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে এ ইউনিয়ন পরিষদের সব থেকে বৃহত্তর বাজেট ঘোষণা করা হয়েছে বলে অনেই মনে করেন।
নিপুণ আরও বলেন, একজন মেয়ে প্রয়োজনে তার অন্যান্য প্রিয় জিনিস বিক্রি করলেও গয়না সহজে হাত ছাড়া করে না। কিন্তু আমি সেটি করেছি। কারণ, নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচার-প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন। পাশাপাশি পোস্টার-ব্যানার করতেও খরচ হয়েছে। এর বাইরে আমি একটি টাকাও কাউকে দিইনি ভোট কেনার জন্য।