২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০৬

বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক লক্ষণ চন্দ্র মন্ডলের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক “
✍সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাবেক সভাপতি সাংবাদিক লক্ষণচন্দ্র মন্ডল মৃত্যু বরন করেছেন। ১৪ ই, মে রাতে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । সাংবাদিক লক্ষন চন্দ্র মন্ডল দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ডায়াবেটিস ও এজমা রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৪ বছর । পারিবারিক জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন । সাংবাদিক লক্ষন চন্দ্র মন্ডলের মৃত্যুর খবরে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন , বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমাজের কথা, র – বাঘারপাড়া প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, দৈনিক সমাজের কাগজের তরুণ কুমার মন্ডল, দৈনিক কল্যানের রাকিব হাসান, গ্রামের সংবাদের সাঈদ ইবনে হানিফ, দৈনিক লোকসমাজের মোজাফফর হোসেন, দৈনিক গ্রামের কাগজের ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, গ্রামের কাগজের আকাশ মাহমুদ, চন্দন দাস প্রমূখ

অন্য দিকে সাংবাদিক লক্ষন চন্দ্র মন্ডলের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে ছুটে যান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজিব রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান পদপ্রার্থী বিথীকা রানী বিশ্বাস,সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ। সাংবাদিক লক্ষন চন্দ্র মন্ডল ১৯ ৬০ সালের ১৮ মে যশোরের বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা মৃত অভিলাষ মন্ডল এবং মাতা মৃত কালীদাসী মন্ডলের দুই পুত্র সন্তানে মধ্যে তিনি ছিলেন ছোট। লেখাপড়া শেষ করে তিনি সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন । তার জীবদ্দশায় যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ, ঢাকার দৈনিক বাংলার বানী, দৈনিক লালসবুজ, দৈনিক লোকসমাজ সহ বেশকয়েকটি পত্রিকায় কাজ করছেন। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি দৈনিক সংবাদের বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ।

Facebook
Twitter
LinkedIn