Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৪

বাঘারপাড়ার (বাররা) প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হল বার্ষিক মুল্যায়নের ফলাফল “

সাঈদ ইবনে হানিফ :

যশোরের বাঘারপাড়া উপজেলার ৫৭নং বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, ও দ্বিতীয় বার্ষিক মূল্যায়নের চুড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে । ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে (শিক্ষাক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে) এই ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাঃ মকছেদ আলী খান। বিশেষ অতিথি ছিলেন, বসুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, কবি সাহিত্যিক আলহাজ্ব আব্দুল ওহাব গাজী, বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, আফরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সহসভাপতি মোঃ আবু হাসান, সাবেক সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সাহেব আলী মোল্যা, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজর প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ ইকবাল লুলু, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান, বসুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ওহেদ আলী মোল্যা, কুড়িগ্রামের নাগেশ্বর সমাজকল্যাণ মহিলা কলেজের সাবেক প্রফেসর মোঃ কামরুজ্জামান, জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মোঃ সুরোত আলী মোল্যা, সাবেক ইউপি সদস্য আঃ হক মোল্যা, আলাদীপুর বাজার কমিটির সভাপতি বি, এম মিজানুর রহমান, ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলাম খন্দকার, মোঃ শামীম রেজা, মোঃ শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ বোরহান উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন, এসময় প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।

Facebook
Twitter
LinkedIn