২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৫
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩৫

বাঘারপাড়ায় এক বাড়িতে চেতনা নাশক ছিটিয়ে নগদ টাকা সহ ১০ ভরি স্বর্নালংকার লুট –

১৫ দিনের ব্যাবধানে ৪ বাড়িতে ডাকাতি

সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া- বসুন্দিয়া ” প্রতিনিধি ঃ যশোরের বাঘারপাড়ায় এক বাড়িতে চেতনা নাশক ছিটিয়ে পরিবারের ৯ জন সদস্যসহ সকলকে অচেতন করে নগদ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে বলে জানা গেছে। বরিবার ২৩ অক্টবর গভীর রাতে উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের মোকতের সরদারের বাড়িতে এই ঘটনা ঘটে। মোকতের সরদারের পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩৮) জানায়, প্রতিদিনকার ন্যায় তারা খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে ঘুমিয়ে পড়েলে রাতের কোন একসময় দুষ্কৃতিকারীরা ঘরের মধ্যে চেতনা নাশক ছিটিয়ে জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের পরিবারের মোট ৯জন সদস্যকে অচেতন করে ঘর থেকে নগদ টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে যায়। সকালে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় জামদিয়া (ইউপি) চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এবং ভিটাবল্লা পুলিশ ক্যাম্প ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অসুস্থ্যদের খোজখবর নিয়েছেন বলে জানা গেছে। এঘটনায়, ভুক্তভোগী জাহিদুল ইসলাম, প্রতিবেদক সাঈদ ইবনে হানিফ কে বলেন, এখনো থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। কারণ, পরিবারের সবাই অস্বুস্থ্য। তারা কিছুটা সুস্থ্য হলে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জাহিদুল ইসলাম। উল্লেখ্য, এর আগে ১৪ই অক্টবর একই ইউনিয়নের আদমপুর গ্রামের সহেল, কাছেদ, ও কুদ্দুস আলির বাড়িতে এবং ১৮ অক্টবর রাতে করিমপুর গ্রামের শহিদুল্লাহর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ১৫ দিনের ব্যাবধানে এমন সব ডাকাতি সংগঠিত হওয়ায় এলাকার মানুষ চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

Facebook
Twitter
LinkedIn