২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩০

বাঘারপাড়ায় কোন ওয়াজ মাহফিল বন্ধ হবে না – বাগডাঙ্গা হাইস্কুল মাঠে বার্ষিক তাফসিরুল

কোরআন মাহফিলে বললেন নেতৃবৃন্দ ।
✍️ সাঈদ ইবনে হানিফ ] এখন থেকে বাঘারপাড়া উপজেলায় আয়োজিত কোন ওয়াজ মাহফিল বন্ধ হবে না । পাড়ায় মহল্লায় মানুষের মধ্যে রাজনৈতিক মতপার্থক্যে থাকতে পারে কিন্তু ওয়াজ মাহফিল ও ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়ে কোন বিরোধ নয়। সামাজিক দায়বদ্ধতা মাথায় নিয়ে এখন থেকে আমরা আগামী দিন গুলোতে এলাকার মানুষের সাথে সৌহার্দ্যপূর্ন আচরণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই । ১৩ ফেব্রুয়ারী দুপুরে, যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ( ইসলামি সমাজ কল্যান সমিতি ) কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্য এসব কথা বলেন । কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর মাওলানা মোঃ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তাফসির মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত। মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল- আমিন, দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করেন, জনাব- কবির বিন ছামাদ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ গোলাম মোস্তফা, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, প্রমূখ ঃ ।

Facebook
Twitter
LinkedIn