Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৪০

বাঘারপাড়ায় চুরি করা (৪ টি) গরু লিচু গাছে বেঁধে রেখে পালিয়ে গেল চোর !


সাঈদ ইবনে হানিফ ]— যশোরের বাঘারপাড়ায় চুরি করা ৪ টি গরু ফেলে চোরচক্র পালিয়ে গেছে । ঘটনা টি ঘটেছে গত রাতে, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। গরুর মালিক কাইছেদ মোল্লা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, ২ ফেব্রুয়ারী দিন গত রাত আনুমানিক ৩ টার দিকে বাগডাঙ্গা গ্রামের কাইছেদ মোল্লার গোয়াল থেকে ৪ টি গরু নিয়ে যায় একটি চোরচক্র । এসময় একটি গরুর বাছুর ডাকার শব্দ শুনে গোয়াল ঘরে গিয়ে গরু না পেয়ে (কাইছেদ মোল্লা) ডাক চিৎকার দিলে প্রতিবেশীসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ জন ছুটে আসে। ঘোষনগর গ্রামের মশিয়ার রহমান, বাগডাঙ্গা গ্রামের আসাদুল ইসলাম, এরশাদ আলি, সোয়েল মোল্লা, সহ কয়েকজন বলেন, খবর পেয়ে ওই রাতে গ্রামের লোকজন রাস্তাঘাট এবং সন্দেহ জনক স্থানে সতর্ক অবস্থান নেয়। এসময় গরু চুরি করতে আসা( সন্দেহ জনক) একটি মিনি ট্রাক কে গ্রামবাসি ধাওয়া করলে ট্রাকটি চাড়াভিটা রাস্তায় উঠে যশোরের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে লোকজনের শোরগোলের কারণে গরু না নিয়ে খালি ট্রাক নিয়ে পালিয়ে গেছে চক্রটি। ভোর বেলায় বাগডাঙ্গা বাজারের পাশে একটি লিচু বাগানের মধ্যে গাছে বাঁধা অবস্থায় গরু গুলো পাওয়া গেছে বলে জানিয়েছেন কাইছেদ মোল্লা ।

Facebook
Twitter
LinkedIn