২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৬

বাচ্চার জীবন বাঁচাতে বিত্তবানদের কাছে অসহায় পিতার সাহায্যের আবেদন

আচ্ছালামুয়ালাইকুম, আমি এ কে এম আলমগীর হোসাইন, আমার ছেলে আফিফ হুসাইন, ওর জন্ম থেকে হার্ট সমস্যা, বাংলাদেশের, বারডেম কার্ডিয়াক হাসপাতাল ডক্টর রুকনুজ্জামান,ওনি রেফার করেন জাতীয় শিশু হাসপাতাল ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ওখান থেকে, ল্যাবএইড ডক্টর বিরিগিডিয়ার জেনারেল নুন্নাহার ফাতেমা, বি এইচ এম এম ইউ ডক্টর রেজওয়ান রিমা ওনারা সবাই রেফার করেন ডক্টর দেবী শেঠীর হাসপাতালে, যে হাসপাতাল ভারতের ব্যাংগালোর,নারয়না কার্ডিয়াক এন এইচ। আমার ছেলের জন্ম থেকে হার্ট সমস্যা ও আমার এক মাএ সন্তান বিবাহের ২৫ বছর পারে জন্ম হয়েছে, বাংলাদেশে তিন বছর ছয় মাস চিকিৎসার পরে ১৭/৩/২০২৩ ইং ভারতের দেবীপ্রসাদ শেঠি হাসপাতালে ১৬ দিন আইসিইউতে থাকার এখন বর্তমানে সি সিউতে আছে এখানে ওর ওপেন হার্ট সার্জারি হয়েছে তার ১২ দিন আইসিইউতে থেকে নিয়ে আবার পেসমেকার বসাইছে তাতে টাকা খরচ হয়েছে, এখন ডক্টর বলেছেন অনেক দিন থাকতে হবে তাই আরও অনেক টাকার দরকার এপর্যন্ত ১২ লাখ টাকা খরচ হয়েছে, তাই আপনাদের সহযোগিতা কামনা করছি, দেশের বিত্তশালী মানুষের কাছে দয়া করে সহযোগীতা কামনা করছি পক্ষে আবদুল হান্নান হাওলাদার।

নিম্নের হিসেব নাম্বারে আপনার সহযোগিতা পাঠান

01685579216 bKash personal, A/c 34080444
Janata Bank Ltd local office
Motijheel Dhaka Bangladesh

India Mobile no +918981364202

Facebook
Twitter
LinkedIn