২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৫

বাড়ছে তিস্তার পানি, দুর্ভোগে মানুষ

বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বাড়ছে। নদী তীরবর্তী নিুাঞ্চলে পানি ঢুকছে। এতে নিুাঞ্চল প্লাবিত হচ্ছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে পানিবন্দি মানুষের।

আমাদের লালমনিরহাট, সুনামগঞ্জ, নীলফামারী ও কুড়িগ্রাম সংবাদদাতাদের পাঠানো খবর-

লালমনিরহাট: পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আজ মঙ্গলবার সকাল ৯ টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টের ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। 

তিনি জানান, পানি প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের ৪৪ টিকেট খুলে দেওয়া হয়েছে।

এদিকে, নদীর ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ৬টি ইউনিয়নের নদী তীরবতী নিুাঞ্চলগুলোয় বন্যার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান ও আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছসহ গোকুন্ডা ইউনিয়নের ১০টি গ্রামের নিুাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ হাজার মানুষ। তিস্তার চরসহ নিুাঞ্চলে আবাদ করা বাদাম, পাট, সবজিসহ মৌসুমি ফসলগুলো ডুবে গেছে। 

Facebook
Twitter
LinkedIn