২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৫

বাড়ল বিদ্যুতের দাম

আবারও দেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ইউনিট প্রতি ৪১ পয়সা বাড়িয়ে বিদ্যুতের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এনিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

এতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন দাম কার্যকর হবে পহেলা মার্চ থেকে।

এর আগে, সবশেষ গত ৩১শে জানুয়ারি খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বিদ্যুতের দাম বাড়ায় সরকার। তারও মাত্র ১৮ দিন আগে গত ১২ই জানুয়ারি খুচরা পর্যায়ে ৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল।

Facebook
Twitter
LinkedIn