Search
১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০৯

বাড্ডায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

রাজধানীর বাড্ডার বেড়াইদ এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। বুধবার (২৩ মার্চ) ভোর রাতে বেরাইদ পূর্বপাড়ায় একটি তিনতলা বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ ৪ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।
 
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম জানায়, তিন তলা বাড়ির তৃতীয় তলায় থাকতো ওই পরিবার। ভোররাত ৪টার দিকে বাসার রান্নাঘরের গ্যাস সিলিন্ডার  বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Facebook
Twitter
LinkedIn