৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫৩
৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫৩

বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে কেডিএস এক্সেসরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ কারখানার সিভিল কনস্ট্রাকশনের কাজ এবং যন্ত্রপাতি স্থাপনের কাজ সম্পন্ন করেছে। পরীক্ষামূলক উৎপাদন শুরুর পর গত ২৪ অক্টোবর কোম্পানিটি কার্টুন বক্সের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির অটোমেশিন স্থাপনের পর বিদ্যমান উৎপাদন থেকে বছরে অতিরিক্ত ৩০ লাখ পিস বা ১৫% কার্টুন বক্স উৎপাদন বাড়বে। এতে কোম্পানিটির মাসে অতিরিক্ত বিক্রয় রাজস্ব হবে ২ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা। আর বছর শেষে রাজস্ব দাঁড়াবে ২৫ কোটি টাকা।

প্রসঙ্গত, কোম্পানিটি ২০২০ সালের ১৪ অক্টোবর এই প্রকল্পে ১৪ কোটি ৪৫ লাখ টাকা বিনিয়োগের খবর জানিয়েছিল।

Facebook
Twitter
LinkedIn