Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:০৯

বান্দরবানে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন!

বান্দরবানে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে বান্দরবান জেলা রোভার স্কাউট।

এরই ধারাবাহিকতায় জেলা রোভার স্কাউট এর আয়োজনে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা,বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে ২১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বান্দরবান সরকারি কলেজ হলরুমে বান্দরবান সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার কমিশনার

প্রফেসর মোঃ মকসুদুল আমিন ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক তাহের শওকত, নীলাচল মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোমেন চৌধুরি, কোষাধ্যক্ষ আবুল বশর সিদ্দিকী সহ অনেকে ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন স্কাউট শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মকভাবে কাজ করে। তাই প্রতিটা শিক্ষাঙ্গনে বিশেষ কিছু শিক্ষা অর্জনের জন্য স্কাউটদের ভূমিকা অপরিসীম তারা প্রতিনিয়ত দেশ সেবায় নিয়োজিত। পরিশেষে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে আন্তর্জাতিক শান্তি দিবস অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Facebook
Twitter
LinkedIn