২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৮
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:০৮

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় ৬ মামলা

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি-অস্ত্র লুট ও থানায় আক্রমণের ঘটনায় এখন পর্যন্ত ৬টি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সঞ্জয় সরকার  গণমাধ্যমকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ শুক্রবার রুমা ও থানচি থানায় মামলাগুলো রেকর্ড করা হয়। মামলায় কুকি-চীন সন্ত্রাসীদের কথা উল্লেখ করা হয়েছে। চার শতাধিক অজ্ঞাত আসামি করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাতে তারাবি নামাজের সময় বান্দরবানের রুমা শাখা সোনালী ব্যাংক ও আশেপাশের এলাকা ঘিরে ফেলে শতাধিক সশস্ত্র দুর্বৃত্ত। পরে মসজিদ থেকে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে ধরে নিয়ে ব্যাংকের ভেতরে মারধর করে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১০ পুলিশ ও ৪ আনসার সদস্যকে নিরস্ত্র করে ৮টি চাইনিজ অটোমেটিক রাইফেল, ২টি এসএমজি, ৪টি শটগান ও ৪১৫ রাউন্ড গুলি ছিনিয়ে নেওয়া হয়। এ সময় ২ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার ১৬ ঘণ্টা পর থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতি হয়। বৃহস্পতিবার রাতে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নেজাম উদ্দিনকে রুমা বাজার থেকে উদ্ধার করে র‌্যাব। 

Facebook
Twitter
LinkedIn