২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:১৬

বাবরকে ‘ভিতু’ বললেন সাবেক পাকিস্তান অধিনায়ক

ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে হারের তিক্ত স্বাদ পেয়েছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন হারের দায় অধিনায়ক বাবর আজমকেই দিচ্ছেন দেশটির সাবেক কিংবদন্তিরা। তাদেরই একজন দ্য গ্রিন ম্যানদের সাবেক অধিনায়ক মঈন খান।

এই ম্যাচের শুরুতেই দুই ওপেনারকে হারালেও বাবর-রিজওয়ানের ব্যাটে লড়ছিল পাকিস্তান। তবে দলীয় ১৫৫ রানের মাথায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় দ্য গ্রিন ম্যানরা। এদিন ৫৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন বাবর।

তবে বাবরের এমন ব্যাটিং মোটেই ভালো লাগেনি সাবেক অধিনায়ক মঈনের। তার দাবি, ভারতীয় বোলারদের বিপক্ষে সেদিন বাবর ভীতসন্ত্রস্ত ছিলেন। যে কারণে দলকে পথ দেখাতে সক্ষম ছিলেন না তিনি।

তার ভাষ্যমতে, ভারতের বিপক্ষে ম্যাচে নিজের স্বাভাবিক খেলাটা খেলত পারেনি বাবর। যখন ও ক্রিজে আসে, তখন পাকিস্তানের অবস্থা ভালো ছিল। তাই অধিনায়ক হিসেবে সেই ধারা বজার রেখে আরেকটু আক্রমণাত্মক হিসেবে খেলা দরকার ছিল তার।

তিনি আরও যোগ করেন, আপনার অধিনায়ক যখন ভীত থাকবে, ঠিকভাবে খেলবে না; তখন এর ছাপ দলের বাকিদের ওপরও পড়বে। ভারতীয় বোলারদের বিপক্ষে সেদিন সবাই চাপে ছিল। এ কারণেই ঠিকভাবে শট খেলতে পারেনি কেউ। যদি আপনি শুরু থেকেই এই ভয়ে থাকেন যে শট খেললেই আউট হয়ে যাবেন; তখন বেশি দূর যাওয়া যাবে না।

এদিকে ভারতের বিপক্ষে হারের পর বাবরের অধিনায়কত্বের সমালোচনা করেছেন শোয়েব মালিক। তার মন্তব্য, দলের অধিনায়ক বাবর, তাই সব দায়দায়িত্বও তাকেই নিতে হবে। অবশ্যই বিকল্প পরিকল্পনা রাখতে হবে। যখন আপনি বড় দলের সঙ্গে খেলেন, তখন ওরা আপনার প্ল্যান ‘এ’ কে আঘাত করবেই। কিন্তু আপনার অবশ্যই বিকল্প ভাবনা থাকতে হবে।

Facebook
Twitter
LinkedIn