২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৯

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করতে চায় আ.লীগ

শান্তি সমাবেশের স্থান আবারও পরিবর্তন করেছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে তারা। বিকাল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৭শে জুলাই) স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানাগেছে, আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।   এখন আবার বায়তুল মোকাররমে করার ঘোষণা দিয়েছে সংগঠন তিনটি। 

এদিকে, একই দিন কাছাকাছি স্থান নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। 

Facebook
Twitter
LinkedIn