২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৩

বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলবেন মেসি

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা কেটেছে। পিএসজি জানিয়েছে, আগামী ১৪ই ফেব্রুয়ারির ম্যাচে মেসিকে নিয়ে কোনো সংশয় নেই।

ফরাসি কাপের সেমিফাইনালে মার্শেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন মেসি। তবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, চোট গুরুতর না হওয়ায় কেবল একটি ম্যাচ মিস করবেন তিনি। যদিও এরপর গুঞ্জন ওঠে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচেও মেসি থাকছেন না।

তবে পিএসজি কোচ ক্রিস্তফ গ্যালতিয়ের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘লিওকে আমরা মোনাকোর বিপক্ষে পাচ্ছি না। তবে সে সোমবারই অনুশীলনে ফিরবে। পরের ম্যাচে (বায়ার্নের বিপক্ষে) তাই ওকে পাওয়া নিয়ে সন্দেহ নেই।’

এদিকে, মেসি এই ম্যাচে খেললেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে। তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ফরাসি তারকাকে।

পিএসজির হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৫ গোল করার সঙ্গে করিয়েছেন আরও ১৪টি। 

Facebook
Twitter
LinkedIn