২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩০
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৩০

বার্সাকে বিদায়: শান্তির কথা শোনালেন মেসি

দুই দশক ধরে স্পেনের ক্লাব বার্সেলোনায় আছেন লিওনেল মেসি। এটা তার কাছে শুধু পেশার জায়গায় নয়, আবেগ-ভালোবাসারও বিরাট একটা অংশ। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো প্রিয় ন্যু ক্যাম্প ছাড়তে হবে তাকে। তবে এ জন্য কোন দ্বন্ধে জড়াতে চান না এই আর্জেন্টাইন ফুটবলারকে। তিনি বলছেন, ভালোভাবেই দীর্ঘ বছরের বসতি ছেড়ে যেতে চান তিনি।

গত আগস্টের শেষ দিকে হঠাৎ করে এক বুরো ফ্যাক্স বার্তায় মেসি বলেন, তিনি আর বার্সায় থাকতে চান না। এরপর টানা কয়েকদিন ধরে চলতে থাকে নাটক। তবে তাকে ছাড়েনি লা লিগার এই স্বনামধন্য ক্লাবটি। আইনের মারপ্যাচে অধিনায়কের পা বেঁধে ফেলতে সক্ষম তারা। ছয়বারের ব্যালন ডি অর জয়ী তাই অনিচ্ছা সত্ত্বেও থেকে যান ন্যু ক্যাম্পে।

বার্সার আগামী নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। তার আগে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের পরিকল্পনার কথা বলছেন গণমাধ্যমের সামনে। তাদের কথাবার্তায় বোঝাই যাচ্ছে মেসির জন্য তেমন ভালো কিছু নেই। তাই সবার ধারণা, আসছে মৌসুমে হয়তো তাকে আর আটকে রাখা যাবে না। কি হবে সেটা পরের কথা। আপাতত বার্সা দলপতি শোনালেন এক শান্তির কথা।

মেসি বলেন, মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি কিছুই পরিষ্কার করে জানেন না। বার্সা ছাড়বেন কিনা, সেটাও এখনো বলতে পারছেন না। লা সেক্সতার বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায়, এলএমটেন বলেন, ‘চলতি মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত আমার কাছে কিছুই পরিষ্কার না। আমি অপেক্ষায় আছি। জানিনা বার্সা ছেড়ে যাবো কিনা। যদি চলে যাই, তবে খুব ভালোভাবেই যাবো।’

Facebook
Twitter
LinkedIn