Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৩

বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

ঘরের মাঠে স্বপ্ন ভাঙ্গলো বার্সেলোনার। পিএসজির কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলো কাতালানরা। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ এ পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল সেমিফাইনালে।

ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলে জিতে আসে বার্সেলোনা। কাম্প নউয়ে মঙ্গলবার শেষ আটের দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটির বিপক্ষে শুরুতেই লিড পায় স্বাগতিকরা। ম্যাচের ১২তম মিনিটে রাফিনিয়া বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর লাল কার্ড দেখেন ডিফেন্ডার রোনাল্দ আরাউহো। দশ জনের দলে পরিণত হয় বার্সা আরাউহোর পাশাপাশি বার্সেলোনা কোচ শাভি এবং তাদের সাপোর্ট স্টাফের আরও এক সদস্য লাল কার্ড দেখেন এই ম্যাচে। প্রথমার্ধেই পিএসজির হয়ে ম্যাচে সমতা টানেন উসমান দেম্বেলে। দ্বিতীয়ার্ধে ভিতিনিয়া দলকে এগিয়ে নেওয়ার পর জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে।

Facebook
Twitter
LinkedIn