২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৩

বার কাউন্সিল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২১শে অক্টোবর) সকালে ভবনটির উদ্বোধন করা হয়। 

পরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২১শে অক্টোবর) দুপুরে সমাবেশে যোগ দিয়েছেন সরকার প্রধান।

সমাবেশে সভাপতিত্বে করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক । এ সময় প্রধান অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতারাসহ সারাদেশ থেকে আগত বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী আইনজীবীরা এই সমাবেশে অংশ নিয়েছেন। 

এর আগে, সকালে সুপ্রিমকোর্ট এলাকায় বাংলাদেশ বার কাউন্সিলের নবনির্মিত ভবনের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যাধুনিক ১৫ তলা বিশিষ্ট বার কাউন্সিল ভবনটি ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে

Facebook
Twitter
LinkedIn