১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৫

বাসের অগ্রিম টিকিট বিক্রি: দ্বিতীয় দিনেও ভীড় নেই

আজ দ্বিতীয় দিনের মত বিক্রি করা হচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট। শুক্রবার সকাল থেকে এই টিকিটি বিক্রি শুরু হয়েছে। তবে, কাউন্টারগুলোতে এখনো যাত্রীদের ভীড় বাড়েনি। টিকিট প্রত্যাশীরাও সহজে পছন্দমত বাসের টিকিট পাচ্ছেন।

তবে করোনা অতিমারির কারণে দুই বছর পর ঈদ যাত্রায় স্বাভাবিক পরিস্থিতি ফিরলেও কাঙ্খিত যাত্রী না পেয়ে হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রি করা হবে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনে টিকিট প্রত্যাশীদের চাপ বাড়বে বলে আশা করছেন তারা। 

এদিকে, বিআরটিএর নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া  নেয়া হচ্ছে না বলেও দাবি করেন পরিবহন সংশ্লিষ্টরা।

Facebook
Twitter
LinkedIn