১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৫
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৫

বাড়ি ফিরলেন পেলে

প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বাড়ি ফিরলেন ফুটবল কিংবদন্তি পেলে। বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

সেপ্টেম্বরের শুরুতে শারীরিক কিছু সমস্যার কারণে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। তখন পরীক্ষা নিরীক্ষা করে কোলন টিউমার ধরা পড়ে তার।

সফলভাবেই সেই টিউমার অপসারণ করা হয়েছে। এরপর তাকে কয়েক দফা জেনারেল রুম ও আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাকে রাখা হয়েছিল একটি ব্যক্তিগত রুমে।

বাড়ি ফিরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন স্বয়ং পেলে। তিনি লেখেন, ‘যখন পথ কঠিন হয়, তখন যাত্রার প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। সুখের দিকে মনোযোগ দিন। আমি লাফাতে পারছি না এটা সত্য, কিন্তু গত কয়েকদিন, স্বাভাবিকের চেয়ে বেশিবার বাতাসে ঘুষি মারছি। আমি বাড়িতে ফিরে অনেক খুশি।’

পেলে বলেন, ‘বাড়ি ফিরে আমি অনেক খুশি। অ্যালবার্ট আইন্সটাইস হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

Facebook
Twitter
LinkedIn