২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৬
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:৫৬

বায়তুল মোকাররমে চলছে জমজমাট ইসলামী বই মেলা

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে জমজমাট ইসলামী বই মেলা। ইসলামিক ফাইন্ডেশনের উদ্যোগে গত ১৯ অক্টোবর থেকে শুরু হয় এই মেলা। ১৫ দিনব্যাপী ইসলামী বই মেলা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

তবে মেলা প্রাঙ্গণে মূলধারার কোনো গণমাধ্যমের উপস্থিতি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে চলছে এর প্রচার ও প্রসার।

ইসলামী বইয়ের এই সমাহারে রয়েছে বিভিন্ন খ্যাতনামা লেখকের বই। রয়েছে পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন গ্রন্থ। এছাড়া ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি বিষয়ে আছে নানান বই।

এদিকে মেলায় প্রতিদিনই আসা যাওয়া চলছে বিভিন্ন ইসলামী ব্যক্তিত্বের। শায়খ আহমাদুল্লাহ এবং আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহসহ বেশ কয়েকজন ইসলামিক স্কলার গিয়েছিলেন মেলা প্রাঙ্গণে। এছাড়া মেলা প্রাঙ্গণ মুখরিত হচ্ছে ইসলামী সংগীত শিল্পীদের পদচারনায়ও।

এর আগে ইসলামী বই মেলায় অংশগ্রহণ ও বই কিনতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দেশের তরুণ সমাজকে আহ্বান জানান ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ।

Facebook
Twitter
LinkedIn