আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে নির্বাচনের বাইরে রাখলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিনার কেএম নূরুল হুদা। শনিবার (৪ জুন) দুপুরে তেজগাঁওয়ের এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব’ শীর্ষক ছায়া সংসদ-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না এলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, পাবে না। আমি মনে করি এই নির্বাচনে বিএনপিকে নির্বাচনী মাঠে আনতে হবে এবং সেটার দায়িত্ব সরকারী দলের নিতে হবে। বিএনপিকেও আমার অনুরোধ থাকবে যে, না এই নির্বাচন বর্জন করে, বয়কট করে সমস্যার সমাধান হবে না। এটাকে আপনারা আলোচনা করে ঠিক করবেন কিভাবে নির্বাচনে যাবেন। বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি।
বিএনপি একটি অত্যন্ত বড় দল। সুতরাং তাকে বাইরে রেখে নির্বাচন আসলেই সেটা গ্রহণযোগ্যতা পাবে না।