২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:০৩
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:০৩

বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি এখনও দেওয়া হয়নি এবং সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ বন্ধ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান তিনি

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বিএনপি সমাবেশের অনুমোদন চেয়েছে। পুলিশ কমিশনার সুবিধাজনক জায়গায় সমাবেশের অনুমতি দেবেন। আর এ সমাবেশকে ঘিরে নিয়ম বহির্ভূত কিছু ঘটলে পুলিশ ব্যবস্থা নেবে।’ 

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ বন্ধ হবে কি–না এ বিষয়ে তিনি বলেন, ‘২৮ তারিখ আমরা ঢাকায় প্রবেশপথ বন্ধ করবো কেন? মানুষ চাকরি, চিকিৎসা নিতে আসেন। আমরা বন্ধ করবো না। শান্তিপূর্ণভাবে তারা (বিএনপি) সমাবেশ করে চলে গেলেই হলো।’

জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি–না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জামায়াত নিবন্ধিত দল নয়, তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না।’ 


আনসার বিল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘প্রচার হচ্ছে আনসার পুলিশের ক্ষমতা নিচ্ছে। এটা অপপ্রচার। প্রচলিত আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই। আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি, আগামীতে দেওয়া হবেও না।’ 

পরে পিটার হাসের সাথে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘৪টি বিষয় নিয়ে কথা হয়েছে। দুর্গাপূজা, রোহিঙ্গা ও ২৮ তারিখের সমাবেশ নিয়েও কথা হয়েছে।’  

আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আওয়ামী লীগ সমাবেশ ইস্যু। এটা দলকে জিজ্ঞাসা করেন। আইনসঙ্গতভাবে যদি ১০টি দল চায়, তাহলে সবাইকেই অনুমতি দেওয়া হবে। আওয়ামী লীগের সমাবেশের কারণে কোনো শৃঙ্খলা বিঘ্ন হলে কী করবেন? এর জবাব হলো আইন মেনে চললে কোনো সহিংসতা হবে না।’

Facebook
Twitter
LinkedIn