২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৮

বিএনপির ঘোষণায় অ্যাটকোর উদ্বেগ

সময় টেলিভিশন ও একাত্তর টিভি বয়কটে বিএনপির ঘোষণায় গভীর উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)।

আজ মঙ্গলবার (২২শে আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, ‘সম্প্রতি আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে সময় টেলিভিশন ও একাত্তর টিভিকে বয়কটের ঘোষণা দিয়েছে বিএনপি। অ্যাটকো মনে করে এ ধরনের ঘোষণা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তাই অ্যাটকো এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে’।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকতে সকল রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বানও জানিয়েছে অ্যাটকো।

Facebook
Twitter
LinkedIn