জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে সকল মহানগর ও জেলা শহরে আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির তিন অঙ্গ সংগঠন।
দুর্নীতি দমন কমিশনের মামলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে দণ্ড দেয়ার প্রতিবাদে বুধবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে অভিযোগ করা হয়, সরকার পতনের একদফার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌছায় বিএনপির সিনিয়র নেতাদের সাজা দেয়া হচ্ছে।
রায় ঘোষণার পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকল মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এছাড়া শুক্রবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
উল্লেখ্য, গতকাল চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন মামলাটি করে।