২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৩৮
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৩৮

বিএনপির বিজয় শোভাযাত্রা দুপুরে

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন থেকে এ র‌্যালি শুরু হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, র‌্যালিতে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীরসহ সিনিয়র নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আগামীকাল (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হবে। বিজয় শোভাযাত্রা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

Facebook
Twitter
LinkedIn