২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:১৪

বিএনপি ও মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের বৈঠক

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতাদের সাথে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। 

দেড় ঘন্টাব্যাপি চলা এই বৈঠকে আগামী নির্বাচন সম্পর্কে বিএনপির চিন্তা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে দলটির নেতারা।  

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে ছিলেন — দক্ষিণ এশিয়াবিষয়ক সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কার্ল এফ. ইন্ডারফার্থ, ইউএসএআইডির সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গিন্টক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন প্রেসিডেন্টের সাবেক সহযোগী জামিল জাফের,  এনডিআইয়ের এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআইয়ের এশিয়া প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে বাংলাদেশের স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে। ছয় সদস্যের প্রতিনিধি দলটি ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজের সাথে বৈঠক করবে। 

Facebook
Twitter
LinkedIn