২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:০১

বিএসইসি চেয়ারম্যানের সাথে বিএপিএলসি প্রতিনিধিদলের সাক্ষাত

সম্প্রতি বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলী লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)’র একটি প্রতিনিধিদল প্রেসিডেন্ট আনিস উদ দৌলার নেতৃত্বে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সহ বিএসইসির কমিশনারদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মিজানুর রহমান, মো.আবদুল হালিম ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএপিএলসি’র নতুন কার্যনির্বাহী কমিটি তালিকাভুক্ত কোম্পানিগুলির সামগ্রিক প্রশাসনিক উন্নয়ন এবং একইসাথে তালিকাভুক্ত কোম্পানির ব্যবসার সুবিধার্থে সুনির্দিষ্ট কিছু বিষয় উপস্থাপনা ও আলোচনা করা হয়।

এছাড়া, বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নকে সহজতর ও চালিত করার জন্য সকল স্টকহোল্ডারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।

সভায় বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর ও এক্সিকিউটিভ কমিটি মেম্বার- আনিস এ খান, রোকেয়া কাদের, তাবিথ আউয়াল, ইমাম শাহীন, কায়ছার হামিদ, আদিব হোসেন বাবুল, তাজওয়্যার মোহাম্মদ আউয়াল, অলি কামাল এবং সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn