২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৫২

বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে – বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা প্রদান

বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে – বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা প্রদান

সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া (যশোর) ঃ

ভিক্ষাবৃত্তি স্বীকৃত কোন পেশা নয় । ভিক্ষাবৃত্তি একটি সামাজিক ব্যাধি।বর্তমান সময়ে কিছু মানুষের কর্ম বিমুখতার কারণেই ভিক্ষাবৃত্তির ব্যাপক প্রসার ঘটেছে’।
যশোরের বাঘারপাড়ায় ভিক্ষুকদের মাঝে উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমন সব মন্তব্য উঠে আসে। এসময় আর ভিক্ষা করবেন না বলে জানিয়েছে উপস্থিত প্রায় একশ’ ভিক্ষুক। গত বুধবার ৩১ মে, দেশের দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মত অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষ্যে সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ ভিক্টোরিয়া পারভীন সাথী। এদিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা এটিএম মাসুদ, কৃষি কর্মকর্তা মোঃ রুহুল আমিন, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জীব প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার ৭৬ জন ভিক্ষুককে একটি করে ছাগল, ৮ জন ভিক্ষুককে ভ্যানগাড়ি ও ব্যবসা করার জন্য একজন ভিক্ষুককে চাল, ডাল, চিনি,আটা,সাবান মসলাসহ প্রায় ২০ প্রকার মুদি মালামাল তুলে দেওয়া হয়। #

Facebook
Twitter
LinkedIn