Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৫

বিকেলে ফিরোজায় ফিরছেন খালেদা জিয়া

পাঁচদিন হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে বেগম খালেদা জিয়া আজ (শনিবার) বিকাল ৫টার দিকে বাসায় যাবেন। মেডিকেল বোর্ড হাসপাতাল থেকে ছুটি দিলেও বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন। গত দুই মাস আগেও তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সে সময় তিনি ৫ দিন হাসপাতালে ছিলেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা হয় বিএনপি প্রধান খালেদা জিয়ার। পরে এই রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই বছরের অক্টোবরে সাজা দ্বিগুণ করে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই মাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার ৭ বছরের সাজা হয়েছে।

এরমধ্যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তিনি দুই বছরের সাজা খেটেছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ২০২০ সালে ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে তার সাজা ৬ মাসের জন্য স্থগিত করা হয়। এরপর কয়েকদফায় এই মেয়াদ বাড়ানো হয়েছে।

খালেদা জিয়া বর্তমানে তার গুলশানের বাসভবন ফিরোজাতেই অবস্থান করছেন। সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় তার বিদেশভ্রমন ও রাজনৈতিক কর্মকান্ডের উপর নিষেধাজ্ঞা রয়েছে। বিএনপি ও পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য তাকে বেশ কয়েকবার বিদেশে পাঠানোর অনুমতি চাওয়া হয়েছিলো কিন্তু এর সবগুলো নাকচ হয়ে যায়।

Facebook
Twitter
LinkedIn