হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ফিরোজা ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিবেন তিনি।
বৃহস্পতিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত পরশুদিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।