Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৪:১৫

বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ফিরোজা ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বিকেল ৪টার দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দিবেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট থেকে প্রায় পাঁচ মাস এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।  গত পরশুদিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়। আবার সন্ধ্যায় কেবিনে নিয়ে আসা হয়।

Facebook
Twitter
LinkedIn