Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:১৪

বিটিভিতে সজল-নোভার অতঃপর ৭ দিন

আব্দুন নূর সজল পাত্রী দেখতে গিয়ে উদ্ভট প্রশ্ন করেন। পাত্রী উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে সজলের গালে চড় বসিয়ে দেন। এভাবে একের পর এক মেয়ে দেখে চড় খেয়ে বাড়ি ফিরেন সজল।

সবশেষে বন্ধু রাজু আহসানকে সাথে নিয়ে নোভা ফিরোজকে পাত্রী হিসেবে দেখতে যান তিনি। নোভাকে একই প্রশ্ন করে চড় খাওয়ার অপেক্ষায় থাকেন সজল। নোভা কোন প্রতিক্রিয়া দেখাননি। তিনি সজলের প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তর দেন। অবশেষে দুইজন বিয়ের আগে ৭ দিনের জন্য ঢাকার বাইরে চলে যান। তারপর ঘটতে থাকে নানান ঘটনা।

পান্থ শাহরিয়ারের রচনায় এবং সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় এমন গল্পে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের নাটক ‘অতঃপর ৭ দিন’। গাজীপুরের পুবাইলের বিভিন্ন দৃষ্টিনন্দন স্থান ও একটি রিসোর্টে নাটকটি ধারণ করা হয়েছে।

নাটকটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, নোভা ফিরোজ, খলিলুর রহমান কাদেরী, রাজু আহসান, ফারজানা লীনা, হাসান মাহমুদ, সানজিদা রহমান মীম, জান্নাতুল ফেরদৌস লোটাস, সাজদারুন নেছা ও আহসান হাবীব বিপুসহ অনেকে। 

নাটকটি বাংলাদেশ টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

Facebook
Twitter
LinkedIn