২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৩৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৩৪

বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ধীরে ধীরে বিদ্যুতহীন পরিস্থিতির দিকে যাচ্ছে সিলেট। কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি উঠে যাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রৌকশলী (১) ফজলুল করীম দেশ টিভিকে বলেন, ‘পানি বেড়ে যাওয়ায় কার্যক্রম আর চালু রাখা যাচ্ছে না।’

সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগও অচল হয়ে পড়েছে। রেলওয়ে স্টেশনে পানি উঠে আসায় ট্রেন ছেড়ে যাচ্ছে না দেশের কোথাও।

সিলেটে বন্যার পানি বেড়েই চলেছে। এখনো অনেক মানুষ পানিতে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে এরই মধ্যে গতকাল শুক্রবার থেকে বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন। সেনাবাহিনীর পাশাপাশি আজ শনিবার থেকে নৌবাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn