অপেক্ষার প্রহর শেষে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। মিরপুর শের-ই-বাংলায় তামিম ইকবালের দল মুখোমুখি হয়েছে দুর্বার রাজশাহীর।
সোমবার দুপুরে উদ্বোধনী ম্যাচে টস জিতেছে বরিশাল। টসে জিতে অবশ্য রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অধিনায়ক তামিম। তবে প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে তার দল।
রাজশাহীও প্রস্তুত জবাব দিতে। এনামুল হক বিজয়, তাসকিন আহমেদেরা অবশ্য নেমেছেন এক বিদেশী কম নিয়ে। দলে আছেন লাহিরু সামারাকুন, মোহাম্মদ হারিস ও রায়ান বার্ল।
বিপরীতে বরিশালের চার বিদেশী হচ্ছেন মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স, শাহীন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ।