এবারের বিপিএলে শুরু থেকেই টিকিট নিয়ে অস্থিরতা চলছে। গত ২৯ ডিসেম্বর মানুষ সকাল থেকে ভিড় করে টিকিট পায়নি। পরদিন উদ্বোধনী দিনে তো টিকিটের জন্য স্টেডিয়ামের গেটও ভেঙে ফেলেন দর্শকেরা।
দ্বিতীয় দিন শান্তিপূর্ণভাবে কাটলেও আজ তৃতীয় ম্যাচ-ডেতে আবার ঝামেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা মিরপুর স্টেডিয়ামের পাশে মিরপুর সুইমিং কমপ্লেক্সের একটি টিকেট বুথে আগুন লাগে। লাইনে দাঁড়িয়েও টিকিট না পাওয়ায় এই ঘটনা।