Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:২০

বিপিএলের ড্রাফটে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন ও শাকিব খান

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। এর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মাঠে নামার আগেই এখান থেকেই লড়াই শুরু করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত হন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। যেমন গত বিপিএলের ড্রাফটে সরাসরি উপস্থিত ছিলেন তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররা।

তবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আরও বড় চমক দেখতে যাচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট। এবারের ড্রাফটে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক এবং দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে থাকবেন দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির একটি বিশ্বস্ত একটি সূত্র।

এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।

ইতোমধ্যেই নিজেদের প্রথম আসরকে সামনে রেখে চমক দেখাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

এ ছাড়াও তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার জনসন চালর্সকে।

অন্যদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

Facebook
Twitter
LinkedIn