Search
১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১২ই রমজান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:১১

বিপিএলের প্রাইজমানি বাড়াল বিসিবি

বিতর্কের ভারী বোঝায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যখন নতজানু, তখন ফ্রাঞ্চাইজিদের জন্য সুখবর দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে আসরের প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বড় অঙ্ক ডুকবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পকেটে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিসিবি এ সিদ্ধান্ত নেয়।

বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল পেয়েছিল দু’ কোটি টাকার প্রাইজমানি। তবে এবারের আসরে তা আরেকটু বাড়ছে। এবারের চ্যাম্পিয়ন দল পাবে দু’ কোটি ৫০ লাখ টাকা।

প্রাইজমানি বেড়েছে রানার্সআপ দলেরও। দেড় কোটি করা হবে দ্বিতীয় সেরাদের। এর আগে রানার্স আপ দল এক কোটি টাকা প্রাইজমানি হিসেবে পেতো।

বিপিএলের আগের আসরগুলোতে সুপার ফোরে উঠা দল কোনো প্রাইজমানি পেতো না। এবার সেই নিয়মে পরিবর্তন এনেছে বিসিবি। প্লে-অফ খেলা দলগুলোও পাচ্ছে মোটা অঙ্কের পুরস্কার।

সেক্ষেত্রে সেরা তিনে শেষ করা দল অর্থাৎ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে বাদপড়া দল ৬০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে। আর চতুর্থ সেরা দল পাবে ৪০ লাখ টাকা অর্থ পুরস্কার।

এদিকে, ফ্রাঞ্চাইজিগুলোকে আরো আর্থিক ভাবে লাভবান করতে আসরের টিকিট বিক্রির লভ্যাংশ দেয়ার কথাও ভাবছে বিসিবি।

Facebook
Twitter
LinkedIn