চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসর। এরইমধ্যে শেষ হয়েছে আসরের ঢাকা পর্বের খেলা। এরপরেই আসছে চট্টগ্রাম পর্ব। তবে তার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে দুটো দিন।
গত ৬ জানুয়ারি প্রথম ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএলের ৯ম আসর। এই টুর্নামেন্টে খেলছে মোট সাতটি দল। দেশি-বিদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে এরইমধ্যে অনেকটাই জমে উঠেছে বিপিএল।
গতকাল (মঙ্গলবার) পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্বের খেলা। এরপর বিপিএলের দলগুলো পাড়ি জমাচ্ছে চট্টগ্রামে। কারণ দুইদিনের বিরতি দিয়ে ১৩ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। তাই আজ এবং আগামীকাল থাকছে না বিপিএলের কোনো ম্যাচ।
এ আসরের চট্টগ্রাম পর্বের খেলা চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। এরপর দুদিনের জন্য আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ ও ২৪ জানুয়ারি খেলা শেষে ২৭ জানুয়ারি থেকে মাঠে গড়াবে সিলেট পর্বের খেলা। এই পর্বের খেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের বাকি সব ম্যাচই ঢাকাতে হবে।