বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্লে অফের চার দল ঠিক হয়েছে। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স খেলবে প্লে-অফ পর্বে।
বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স, খুলনা টাইগার্স আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপিএল যাত্রা এবার থমকে গেছে গ্রুপ পর্বেই। এখন তাদের সামনে কেবল নিয়মরক্ষার ম্যাচ বাকি আছে।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখন টেবিলের শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ফরচুন বরিশালের পয়েন্ট ১৪। তাদেও চেয়ে এক ম্যাচ কম খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ১২ আর সমান ম্যাচে রংপুর রাইডার্সের পয়েন্টও ১২।
১১ ম্যাচে খেলা ঢাকা ডমিনেটর্সের পয়েন্ট ৬, ১০ ম্যাচে খুলনা টাইগার্সের পয়েন্ট ৪ আর ৯ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পয়েন্ট চার। এই দলগুলো এখন বাকি সব ম্যাচ জিতলেও আর উঠতে পারবে না প্লে অফে।
এদিকে, প্লে অফ নিশ্চিত হলেও সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্সের লড়াই শেষ হয়নি এখনো। এই চার দল এখন লড়াই করবে টেবিলের প্রথম ও দ্বিতীয় হওয়ার জন্য।