২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪৮

বিপিএল: ডিআরএস নিয়ে কথা বললেন নাসির

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে থেকেই ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে ছিল বিতর্ক। এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় বিসিবিকেও। তারা বলছে, অন্যান্য দেশে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থাকায় পাওয়া যায়নি এই প্রযুক্তি।

বিপিএলের তৃতীয় ম্যাচে আবারও আলোচনায় ডিআরএস প্রসঙ্গ। এমনটা যে হবে তা আগেই অনুমিত ছিল। এদিন ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয় খুলনা টাইগার্স। ঢাকার ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে ঘটনাটি। নাসুম আহমেদের বলে সৌম্য সরকারকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ (আল্টারনেটিভ ডিআরএস) নেন ব্যাটার

টিভি আম্পায়ার রিপ্লে দেখে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপর নিজের ক্ষোভ জানিয়ে মাঠেই দাঁড়িয়ে থাকেন সৌম্য। তিনি নিশ্চিত ছিলেন, বল প্যাডে লাগার আগে গ্লাভস ছুঁয়ে গেছে। আম্পায়াররা আবারও রিপ্লে দেখার পর সিদ্ধান্ত বদলান। তারপর ক্ষোভ জানান খুলনার তামিম ইকবাল। বেশ কিছুক্ষণ আম্পয়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
এই ঘটনা নিয়ে জানতে চাইলে ম্যাচের পর নাসির বলেন, ‘আমি ড্রেসিং রুমে ছিলাম। আমরা টিভিতে দেখতেছিলাম, আমার মনে হয়েছে বল গ্লাভসে লাগছে। কিন্তু আউট দিয়ে দিয়েছিল আম্পায়ার। মাঠের ভেতর কী হয়েছে জানি না। আমার মনে হয় আউট দেওয়ার পর আবার ব্যাক করেছে।’

এমন ঘটনা খেলায় প্রভাব ফেলে কি না জানতে চাইলে ঢাকা অধিনায়ক বলেছেন, ‘আমরা যদি ফিল্ডিংয়ে থাকতাম, তাহলে বলতাম ন্যায্য হয়নি। এখন যেহেতু আমরা ব্যাটিং, তাহলে বলবো এটা ঠিক আছে। আর আম্পায়ারের কথা বলবো, তাদের কাজটা একটু কঠিন, যদি রিভিউ না থাকে। মানুষ মাত্রই তো ভুল।’

‘এত ভালোভাবে আম্পায়ারিং… বিশ্বের বড় বড় আম্পায়াররাও ভুল করে। আমার মনে হয় এটা এভাবেই দেখা উচিত। ভুল মানুষেরই হবে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় যে রিভিউ (ডিআরএস) যদি প্রোপারলি থাকতো, তাহলে ভালো হতো। এখন যেহেতু আমরা পেশাদার ক্রিকেটার, আম্পয়ার যে সিদ্ধান্ত দেবে বা নেবে, এটাই আমাদের মেনে নিতে হবে। এটাই ক্রিকেটের স্পিরিট ও আমার মনে হয় সবচেয়ে ভালো।’

Facebook
Twitter
LinkedIn