সংঘাত, সংঘর্ষ ও প্রাণহানীর মধ্য দিয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয়ী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
মেয়র পদে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।
বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
তিনি বলেন, নগরীর ৪১ ওয়ার্ডের ৭৩৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল ঘোষনা করা হয়। সহিংসতার কারনে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। এই ফলাফলে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরী নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনের চেয়ে ৩ লাখ ১৬ হাজার ৮৫৯ ভোট বেশি পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে শুরুতেই বিভিন্ন কেন্দ্রে সংঘাত ও সংঘর্ষের ঘটনা ঘটে।