২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৯
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৩৯

বিশাল ব্যবধানের পরাজয়ে টস হারকে দুষলেন মুমিনুল

পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে গো হারা হেরেছে বাংলাদেশ। পঞ্চম দিনে ২২ ওভারের মধ্যেই শেষ বাংলাদেশ। উইকেট হারিয়েছে ৫টি। আর রান যোগ হয়েছে ৫০টি।
অর্থাৎ শ্রীলংকার ৪৩৭ রানের তাড়ায় শেষ দিনে প্রথম সেশন পুরোটা টিকল না মুমিনুল বাহিনী।  চরম ব্যাটিং বিপর্যয় যাকে বলে।

অভিষিক্ত লংকান স্পিনার প্রাভিন জয়াবিক্রমার ঘূর্ণিতে কুপোকাত টাইগাররা। ২০৯ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে সিরিজ হারল বাংলাদেশ।

কিন্তু এমন পরাজয়ের প্রধান কারণ হিসেবে টসে হারকে দুষলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল।

ম্যাচপরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুমিনুল বলেছেন, ‘আমার মতে—  এই টেস্ট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। প্রথম দুদিন এখানে বোলারদের জন্য কিছুই ছিল না। ম্যাচের প্রায় ৫০ শতাংশ ফল টসের সময়ই নির্ধারণ হয়ে গেছে।’

হারের জন্য টসকে কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়ে হয়তো পরিসংখ্যানের দিকে তাকিয়েছেন মুমিনুল।

পরিসংখ্যান বলছে — পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত হওয়া ৯ টেস্টে ফল এসেছে ৫টিতে। এই পাঁচ ম্যাচেই জয় পেয়েছে টস জেতা দল। এই ম্যাচে টস জিতেছিলেন লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে। আগে ব্যাটিং নিয়ে ৪০০ ছাড়িয়েছিলেন স্কোর।

সে কথা তুলে মুমিনুল জানান, এমন উইকেটে টসে জিতলে বাংলাদেশও আগে ব্যাটিং নিত।

তিনি বলেন, ‘আমরা মূলত প্রথম ইনিংসেই ম্যাচটা হেরে গেছি, যখন ২৫০ রানে অলআউট হলাম। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।  টস জিতলে ওরা হয়তো আমাদের জায়গায় থাকত আজকে। আমরা আজকে ওদের জায়গায় থাকতাম। উইকেট দেখতে অনেকটা প্রথম টেস্টের মতোই ছিল। আমরা যদি আগে ব্যাটিং করতাম, তখন দেখতেন যে গল্পটা ভিন্নরকম হতো।’

Facebook
Twitter
LinkedIn