২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:১৮

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে। আজ মঙ্গলবার (১৪ই মে) দুপুরে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

নাজমূল হোসেন শান্তকে অধিনায়ক করে দল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু  এই দল ঘোষণা করেন।   

এর আগে, সোমবার (১৩ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার কথা থাকলেও তাসকিনের ইনজুরির রিপোর্টের কারনে তা পেছানো হয়। তবে দলে তাসকিনকে রাখা হয়েছে। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আশা প্রকাশ করে বলেন এই দল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে। এসময় তিনি জানান ইনজুরির কারণে তাসকিন শুরুর ৩টি ম্যাচ খেলতে পারবেন না। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

দলে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে- আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

Facebook
Twitter
LinkedIn