২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫১
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫১

বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা স্যাম কারান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের স্যাম কারান। ফাইনালে ইংল্যান্ডকে চ্যম্পিয়ন করার মূল ভিত্তিটাই গড়ে দিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১২ রান। সাথে নিয়েছেন ৩টি উইকেট।

পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মূল ভরসা রিজওয়ানের উইকেট নেওয়ার পর ফিরিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠা শান মাসুদকে। এরপর শেষদিকে নিয়ন্ত্রিত বোলিং করার পাশাপাশি নিয়েছেন নওয়াজের উইকেট। তার পুরস্কারই যেন ম্যাচ শেষে পেয়েছেন ইংল্যান্ড পেসার। যদিও আজ বেন স্টোকস অর্ধশতক হাঁকিয়েছেন। তবে কারানের ৩ উইকেটই ছিল গুরুত্বপূর্ণ।

এছাড়া এই বোলার ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। রয়েছে একটি ফাইফারও। এছাড়া ব্যাট হাতে ইংল্যান্ডকে একটি ম্যাচ জেতাতে সহায়তা করেছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn