২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৪

বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

কাতারের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র ৯ দিন। বিশ্ব আসরকে সামনে রেখে একে একে দল ঘোষণা করছে অংশগ্রহণকারী দলগুলো। এবার সে তালিকায় নাম লেখালো লিওনেল মেসির আর্জেন্টিনা। শুক্রবার ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

গত বেশ কিছুদিন ধরেই ইনজুরি সমস্যা বেশ ভাবাচ্ছিল আর্জেন্টিনার সমর্থকদের। কারণ চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল পাওলো দিবালা ও ডি মারিয়ার। কিন্তু শেষমেষ ইনজুরি শঙ্কা নিয়েই তাদের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে মেসিদের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ড।

বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের নেতৃত্ব দেবেন সুপারস্টার লিওনেল মেসি। পঞ্চমবারের মতো বিশ্বকাপ মাতাবেন ছয়বারের ব্যালন ডি’অরজয়ী ফুটবলার।

মেসির সঙ্গে থাকছেন অভিজ্ঞ অ্যাঞ্জেল ডি মারিয়া আর নিকোলাস ওতামেন্দিও। সবমিলিয়ে বেশ শক্তিশালী দল নিয়েই কাতার যাচ্ছে আর্জেন্টাইনরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ, ফ্রাঙ্কো আরমানি, হেরোনিমো রুলি।

ডিফেন্ডার: গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মলিনা, জার্মান পেজ্জেয়া, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পেরেদেস, রদ্রিগো দে পল, গুইদো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এসিকুয়েল প্যালাসিওস, আলেক্সিস ম্যাক আলিস্টার।

ফরোয়ার্ড: পাউলো দিবালা, লিওনেল মেসি, আঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, জোয়াকিন কোরেয়া।

Facebook
Twitter
LinkedIn