ওয়ানডে সুপার লিগ চলে আসায় প্রতিটি ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ। কোনো আন্তর্জাতিক ম্যাচকেই এখন আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আট দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
সেরাদের কাতারে না থাকতে পারলে বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। বাছাই পর্বের ঝামেলা এড়াতে হলে এখন থেকেই ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে উন্নয়ন প্রয়োজন। এমনটিই বলেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচের ঠিক আগের দিন রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি নিশ্চিত উন্নতির অনেক জায়গা আছে। নিখুঁত ম্যাচ খেলা খুবই কঠিন। আমরা তিন বিভাগেই আরও উন্নতি করতে পারব। আমরা আরেকটু ভালো বোলিং করতে পারি, আরেকটু ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাটিংয়ে আমরা ভালো শুরু পাচ্ছি; কিন্তু সেটিকে বড় করতে পারছি না, শেষ করতে পারছি না।
বাংলাদেশ সেরা ওপেনার তামিম আরও বলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ চলে আসায় ওয়ানডে এখন এমন একটি ফরম্যাট হয়ে গেছে, যেখানে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে প্রতিনিয়ত উন্নতি করতে হবে। সবাই জানে দেশের বাইরে খেলতে হবে। এটা সব সময়ই কঠিন। তাই নিশ্চিত করতে হবে যে, আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় সব বক্সে যেন টিক দেওয়া যায়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেই বাংলাদেশের আসল লড়াই শুরু হবে। পরের সফরেই যেতে হবে নিউজিল্যান্ড।