শ্রীলংকাকে তাদের ঘরের মাঠেই নাকানি-চুবানি খাওয়াল আফগানিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় শুক্রবার পাল্লেকেল্লে স্টেডিয়ামে ৬০ রানের বড় ব্যবধানে হারায় আফগানরা।
এদিন আগে ব্যাট করে ইবরাহিম জাদরানের (১০৬) সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ২৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান।
টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ৩৮ ওভারে ২৩৪ রানেই অলআউট হয় শ্রীলংকা। ৬০ রানের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে যায় আফগানরা।
শ্রীলংকার বিপক্ষে আফগানদের এই জয়ে বড় লাভ হলো বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে হেরে ওয়ানডে র্যাংকিংয়ে ৮ নাম্বারে নেমে গেছে শ্রীলংকা। তাদের অবনমনে র্যাংকিংয়ে সাতে উঠে গেছে বাংলাদেশ।
১৩ দলের চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ থেকে স্বাগতিক ভারত ও অন্য শীর্ষ ৭ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি দল খেলছে ৮টি তিন ম্যাচের সিরিজ।
ভারত ও বাংলাদেশ ছাড়াও বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের।
এখন পর্যন্ত ছয় সিরিজের ১৮ ম্যাচ খেলে ১২টি জিতে মোট ১২০ পয়েন্ট বাংলাদেশের।
২০২৩ সালের মার্চে ইংল্যান্ড ও মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার লিগের বাকি দুই সিরিজ খেলবে তামিম ইকবালরা।
ভারত পয়েন্ট টেবিলে এখনো পর্যন্ত সবার ওপরে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ১২৯। এক ম্যাচ কম খেলে ১২৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে দুইয়ে।
এরপরই আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান। এই ছয় দলকে টপকে যাওয়ার সুযোগ নেই তালিকার নিচের দিকে থাকা পাঁচ দলের।
সুপার লিগের সেরা আটের বাইরে থাকা পাঁচ দলকে খেলতে হবে আইসিসি বাছাইপর্বে।
আগামী অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের ভেন্যু ও সূচি এখনো চূড়ান্ত হয়নি।